মনের ভাব প্রকাশ করার জন্য মানুষের রয়েছে তীব্র আকাঙ্খা। সেই মনের ভাব যদি প্রকাশ করা যায় ছন্দে ছন্দে, তাহলে তো আকাঙ্খার পরিমাণ আরও বেড়ে যায়। সাহিত্য হচ্ছে সেই আকাঙ্খা প্রকাশের তীব্র এক রূপের নাম। সাহিত্যে রয়েছে বিভিন্ন শাখা এবং প্রশাখা, যার মাধ্যমে মানুষ তার মনের আকাঙ্খা বা মনের ভাব প্রকাশ করতে পারে। যারা সাহিত্যে মনের ভাব অন্যন্য মাধুর্য দিয়ে প্রতিফলিত করে তাঁদেরকে সাহিত্যবিদ বলা হয়ে থাকে। বাংলা সাহিত্যকে দুই ভাগে ভাগ করা যায়, যথা: গদ্য সাহিত্য ও কাব্য সাহিত্য। বাংলা কাব্য সাহিত্যে রয়েছে কবিতার একাংশ।