স্কুল জীবন থেকেই তাঁর লেখালেখির শুরু। তবে লেখালেখিতে তাঁর পুরোদমে সম্পৃক্ত হওয়ার বয়স প্রায় পাঁচ বছর। লেখকের লেখায় নানান বৈচিত্র লক্ষনীয়। আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো বিষয় তিনি খুব সুন্দর আর নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারেন তাঁর লেখায়।
ব্যক্তিগত স্মৃতিচারণ, সামাজিক মূল্যবোধ, সমসাময়িক জীবন, শৈশব কৈশোরে দেখা বাংলাদেশের গ্রামীণ সমাজ, দীর্ঘ চাকরি জীবনের বিভিন্ন স্মৃতি, সেনাবাহিনীতে কাটানো প্রায় বারো বছরের কিছু কিছু খন্ড স্মৃতি তাঁর এই প্রথম প্রকাশনায় স্থান পেয়েছে। তাঁর লেখাগুলো পড়লে বিভিন্ন বিষয়ে তাঁর নিখুঁত পর্যবেক্ষণ শক্তি আর বিষয়বস্তুর গভীরে প্রবেশ প্রবেশ করার ক্ষমতা পাঠকদের চোখে সহজেই ধরা পড়বে।
বাংলাদেশের গ্রামীণ জীবন নিয়ে তাঁর কিছু কিছু লেখা প্রজন্ম থেকে প্রজন্মের জন্য এক জীবন্ত প্রামাণিক দলিল হিসেবে বিবেচিত হবে বলে আমাদের বিশ্বাস। যদি ভবিষ্যতে কেউ কখনো বাংলাদেশের গ্রামীণ জীবন নিয়ে গবেষণা করতে আগ্রহী হন সেই ক্ষেত্রে গ্রামীণ জীবন নিয়ে তাঁর লেখাগুলো থেকে গবেষকরা অনেক প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করতে পারবেন বলে আমরা মনে করি।
তাঁর দীর্ঘ জীবনে কাছ থেকে দেখা সমাজের নানান বিষয় নিয়ে সমৃদ্ধ তাঁর প্রথম প্রকাশনা "জীবনের বর্ণমালা।"