সমুদ্র দেখা
সমুদ্র দেখার মতো কিছু একটা হবে হয়তো অথচ এই সব সূর্যোদয়-সূর্যাস্ত খেলায় শরীর খারাপ হয়ে ওঠে, ব্যারামের মতন করে।
তবু সমুদ্র দেখতে আসা... অন্ধ পাহাড়ের সামনে দাঁড়িয়ে যত অকল্যাণ ফেনিয়ে ওঠা মুহূর্ত ফুরিয়ে যাবার আগেই অর্থহীনতা... মগজে, মননে।
একটা সমুদ্রের সামনে মানুষ কেন আসে?
বোধে?
কেউ কি গভীর হয়ে ওঠে?
অথচ 'গভীর হওয়া' মানে তো বিপন্ন বোধ, কোনো পাঠলুপ্ত গ্রন্থ। (এই সব আজাইরা প্যাচপ্যাঁচানি একজন নামিবিয়ান দার্শনিকের কথা মনে করিয়ে দেয়। যার এপিটাফে এক গ্লাস অন্ধকার ঢেলে দিতে ইচ্ছে করে সবসময়।)