মনোকৈতব শাহনাজ সিঁথির প্রথম কাব্যগ্রন্থ। তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি সাহিত্যের শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন, এবং পাশাপাশি কবিতা লেখেন, সাথে কিছু গদ্য। ফেইসবুকের মাধ্যমে আমার তাঁর কবিতা পড়ার সুযোগ হয়েছে, এবং দেখতে পাই কবিতার বিষয়বস্তু বাছাইয়ে তিনি সহজাতভাবে একটি নারীবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। তাতে তাঁর কবিতার মধ্যে নীরব বিদ্রোহ, কতিপয় অসংশোধিত প্রশ্নের উত্তর খোঁজা, কিংবা নারীর পৌনঃপুনিক দাম্পত্য ও সামাজিক জীবন নিয়ে খেদ পাওয়া যায়। তারপরও শাহনাজ সিঁথিকে নিরেট নারীবাদী কবি বলা যাবে না, কেননা জীবনযাত্রায় নারী-পুরষের আলাদা আলাদা সংকটের চেয়েও যে মানবিক সংকট বড় সেটি তাঁর অধিকাংশ কবিতার স্পষ্ট বক্তব্য। বরঞ্চ একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিই তাঁর জীবনদর্শনে ক্রিয়াশীলÑ‘ক্রোমোজোম, জিন, ডিএনএÑঠিক কোথায় আছি! / নারী কিংবা পুরুষÑকী হয়ে জন্মালে ভালো হয়, / জানতে চাওয়া হয়নি।’ (হারানো বিজ্ঞপ্তি!)
কয়েকটি কবিতা ছন্দোবদ্ধ রীতিতে লেখা হলেও বেশিরভাগ কবিতা তাঁর মুক্ত ছন্দে ঝরঝরে ভাষায় লিখিত।
মোহীত উল আলম
কবি, কথাসাহিতিক, অনুবাদক