আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
মন নাই মনের মাঝে
গত দেড় বছর একদিনও বাড়িতে হয়নি থাকা
আজকাল বন্ধুবান্ধব সহকর্মী বাড়িতে থাকছেন,
বহুদিনের অভ্যাস মতো উঠে পড়ি ভোরবেলায়
পত্রিকা অফিসের কাজ, সেখানে ছুটি কি থাকে?
পঁচিশ বছর পার হয়ে যায়,
কাগজ পত্রের ভিড়ে নেশাগ্রস্ত মানুষের মতো সংবাদ দেখি, লিখি, পড়ি
অপঘাতের মৃত্যুর সংবাদ বিজ্ঞাপনের ভিড়ে, না হেডনিউজ
চটজলদি তরুণ-তরুণী সহকর্মীদের দিকে চোখ রাখি-
সারাবেলা সারাদিন নানা সংবাদের ভিড়ে
মন নাই মনের মাঝে, প্রীতিময় স্বজন হারাই প্রতিদিন
প্রতিদিন রমণীর রমণীয় রূপ হারায় কৃপাণের শানে-
দেশে দেশে যুদ্ধ, শিশুর খেলনা বন্দুকের পড়ন্ত খোসা,
শিশুরা অস্ত্র, মাইন, নেশার পুটলি বহনের বাহক
আর ক্ষমতার বাহক পরিকল্পনার নেতা নিরাপদে !
কাগজে বহুলেখা তার পুড়েছে যুদ্ধের দাবানলে,
তরুণ বয়সে পেশা ছিল ভিন্ন, লেখা ছিল নেশা ।