বাংলা ভাষার খুব কম সনেটিয়ারই সনেটে প্রবহমানতা আনতে পেরেছেন। এই দিক থেকে কাজী জহিরুল ইসলাম ব্যতিক্রম। তিনি অক্ষরবৃত্ত ছন্দের শুদ্ধতা ঠিক রেখে একদিকে যেমন প্রবহমানতা নির্মাণ করেছেন, অন্যদিকে ভাষার গাম্ভীর্য ধরে রেখেছেন, শুদ্ধ অন্তমিল তৈরি করেছেন এবং বিষয়ের গভীরে প্রবেশ করেছেন। পেত্রার্কান এবং শেক্সপিয়েরিয়ান দুফর্মেই অন্তানুপ্রাস তৈরি করেছেন, আবার ফর্ম ভেঙে সম্পূর্ণ নতুন অন্তানুপ্রাসে ব্রতী হয়েছেন। বিষয়বস্তুর দিক থেকে দেশ প্রাধান্য পেলেও তিনি যে একজন আন্তর্জাতিক কবি তা নিশ্চিত করেছেন নানান আন্তর্জাতিক অনুষঙ্গের সন্নিবেশ ঘটিয়ে। 'নির্বাচিত সনেট' গ্রন্থটিতে সন্নিবেশিত ৭৮টি সনেটের মধ্যে ৩টি গুচ্ছ সনেট রয়েছে, যার মধ্যে একটি নিরীক্ষামূলক স্বরবৃত্ত ছন্দে রচিত। তিনি মনে করেন এটিই আদি পেত্রার্কান সনেটের ছন্দ। সনেটের মতো প্রকরণসিদ্ধ কবিতা-প্রেমীদের জন্য একটি একটি অবশ্যপাঠ্য গ্রন্থ।