আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
১৯৯৮ থেকে ২০১০ সালের মধ্যে প্রতিবছর আমার একাধিক বই প্রকাশিত হলেও সাম্প্রতিক সময়ে আমার নতুন বই সেভাবে বের করা হয়ে ওঠেনি। যেনতেনভাবে বই প্রকাশের ক্ষেত্রে আমার অগ্রহেও ভাটা পড়েছে। তাছাড়া, আমি লিখিও কম-কম। তারপরও গত কয়েক বছরে দুয়েকটি সদাশয় প্রকাশনা প্রতিষ্ঠানের আন্তরিক প্রচেষ্টায় আমার দুয়েকটি বই প্রকাশ পেয়েছে। কয়েক বছরের ব্যবধান শেষে আবার আমি বইয়ের চিন্তায় ফিরেছি এই ‘কণ্ঠস্বর’-এর আন্তরিক আহ্বানে।