Category:ক্যারিয়ার উন্নয়ন
পড়াশোনা শেষ করে হাতড়ে মরছি, একটা চাকরি তো দরকার।
চাকরি করার জন্য নানান মানুষের নানান চাপ । কারো পরিবারের চাপ, কারো বা অন্য কোনো চাপ। সামনে চলে দুই একটা সেলসের চাকরি। এক দেখায় ছুড়ে ফেলে নেই অনেকেই, একটু দৌড়ঝাপের কাজ, নাহ! এটাও করা যাবে না। অফিসে কাজ হলে বেশি ভালো হয়।
এই ধারণাগুলো নতুনদের মনে ঘুরপাক খায়। কিন্তু তারা হয়তো ভুল ফাল্গুনে বন্দি হয়ে আছে। জীবনকে চিনতে হলে ঘুরতে হয়, জ্বলতে হয়, পুড়তে হয়.....
Report incorrect information