ইনাম আল হক একজন পাখিবিশারদ। ঘুরে বেড়িয়েছেন- পাহাড়-পর্বত, হাওর-নদী, এন্টার্কটিকা ও উত্তর মেরু।
লেখালেখির জন্য তিনি পেয়েছেন- ‘বাংলা একাডেমি বিজ্ঞান সাহিত্য পুরস্কার-২০২১’। এরপর ২০২২ সালে পেয়েছেন ‘জাতীয় পরিবেশ পদক’।
শিশু-কিশোরদের জন্য তাঁর উল্লেখযোগ্য বইগুলো ‘রূপসী বাংলার পাখি’, ‘পাখিদের সুখদুখের কথা’, ‘বেঙ্গমা-বেঙ্গমীর মতো কত পাখি’, ‘সোনার পালক দিয়ে তিন কন্যার বিয়ে’, ‘পাখিদেরও আছে নাকি মন’।
প্রকৃতি সংরক্ষণে অবদানের জন্য ২০১৮ সালে পেয়েছেন ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড’। পেয়েছেন সিটি ব্যাংক-তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার ২০২১।
প্রকাশক