সাউথ লন্ডনের একটা বাড়িতে সকালবেলা মৃত অবস্থায় পাওয়া গেল পঞ্চাশ বছর বয়সী খাদিজাকে। খাদিজার স্বামী ওয়াহিদের ভাষ্যানুযায়ী তিনি ওই বাড়ির আলাদা রুমে থাকেন। শুধু তাই না, স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না থাকায় উনি বাংলাদেশে আরেকটা বিয়ে করেছেন, কিন্তু প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি। তাদের দুই ছেলে ইমরান আর রায়ান আলাদা বাসায় থাকে।
পোস্ট মর্টেম রিপোর্টে মৃতের শরীরে বিষের উপস্থিতি পাওয়া গেল।
খাদিজার অপমৃত্যু কি তাহলে হত্যা না আত্মহত্যা? উনি কি আত্মহত্যা করতে পারেন?
কে খুন করতে পারে খাদিজাকে? ওয়াহিদ সাহেব, তার দ্বিতীয় স্ত্রী? নাকি অন্য কেউ?