আচ্ছা, আমি যে খুব আসক্ত তোমার মাঝে তা কি তুমি বোঝ?
মোহমায়া বলে কেমন আচ্ছন্ন করে রেখেছ!
এত যে ভালোবাসি, এতো যে মায়ায় জড়িয়ে থাকি, তা কি তুমি অনুভব কর?
কেমন করে ডুবে থাকি তোমার ভাবনায়!
এতটা বিষাদ হয়নি সকাল কখনো।
এতটা গাম্ভীর্যতা দেখিনি, এই শীত সকালে ব্যস্ততাদের সঙ্গে রেখেছি, এখন তোমায় ছাড়া সব কেমন ছন্নছাড়া, সঙ্গীহীন মনে হয়।
তুমিও কি অবসন্ন হৃদয়ে এই একটা আমিকে ভীষণ আঁকড়ে ধরে রাখ?
তবুও জেনো গন্তব্য তুমিই, তুমিই চির অনিদ্রার অষুধ।
প্রতিটা ভোর কেটে সকাল হলে আরো তিনটে দিন, তারপর দুটো, তারপর একটি দিনের বাকি।
এই অপেক্ষায় বোধ হয় জীবন চলে যাবে....
যাক। তবুও তুমি আমার কাছেই থেকো, যেটুকু রাত পেরুলে তোমার কাছে আসা যায়, ততটুকু রাত প্রতি মুহূর্তে আচ্ছন্ন করে রেখ।