অনুরণনদিল আফরোজ বিনতে আছির
জন্মদিন ২৪ এপ্রিল, জন্মস্থান সিরাজগঞ্জ।
শিক্ষক পিতার কন্যা হিসেবে তিনি মেধার সাক্ষর রেখেছেন শিক্ষা ও পেশাগত জীবনে তিনি এসএসসিতে রাজশাহী বোর্ডে পঞ্চম এবং এইচএসসিতে চতুর্থ স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে কর্মরত।
দাপ্তরিক নানা কাজের পাশাপাশি বিশেষভাবে কাজ করছেন কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, জেন্ডার সমতা নিশ্চিতকরণসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নিয়ে। নারীর ক্ষমতায়ন, নারীমুক্তি আর জেন্ডার সমতা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে তাঁর লেখনীতেও, প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।
প্রথম কবিতাগ্রন্থ- চন্দ্রবিন্দু
একাডেমিক গ্রন্থ- সামাজিক ইতিহাস ও বিশ্বসভ্যতা