প্রেম, প্রকৃতি ও আবেগ মানুষকে প্রভাবিত করে। তেমনিভাবে প্রভাবিত করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় আচার। একটি অস্থির ও ধূসর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এই সমাজ। প্রেম, প্রকৃতি ও বোধে চলছে পঙ্কিল লীলা। এর প্রভাব পড়ছে মানুষের মন ও মননে। কেউ দেখাচ্ছে ক্ষমতার দাপট, কারো আছে মোসাহেবি আচরণ, আর কেউ কেউ ক্ষুব্ধ হতাশ। ফলে বিভ্রমে কাটছে মানুষের এই ধূসর প্রহর। প্রলয় আশঙ্কায় প্রেম ও প্রকৃতিতে পীড়ন বাড়ছে।
কবিতার পংক্তিমালায় এসব অনুভূতিরই যথার্থ প্রতিফলন ঘটেছে। নির্মল প্রেম ও প্রকৃতিতে মিশেছে অশুভ প্রহরের অনিশ্চয়তা।