মহাগ্রন্থ আল কোরআন। মানবজীবনের দিশারি, পথপ্রদর্শক ও সংবিধান। এটি জীবনপথের গাইড লাইন। দোলনা থেকে কবর তথা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীবাসী যত সমস্যার সম্মুখীন হন, তার সকল সমাধান রয়েছে কোরআন মাজিদের ছত্রে ছত্রে। রয়েছে করণীয়, বর্জণীয় ও পালনীয়। এ মহাগ্রন্থের পরতে পরতে রয়েছে বাস্তবজীবনের উপদেশ, দিকনির্দেশনা ও টিপস। কিন্তু মেধার দৈন্যতার কারণে কোরআনের অসীম জ্ঞানভান্ডার থেকে সিন্ধু সেচে মুক্তো আনার এ কাজটি অনেকের পক্ষেই করা সম্ভব হয় না। ফলে খোলা হয় না বোধোদয়ের রুদ্ধ কপাট। দুঃসাধ্য এ অভিযানে নোঙ্গর ফেলেছেন নয়া জমানার চিন্তক ও গবেষক নজরুল ইসলাম মাকসুদ। তিনি কোরআনের গুরুত্বপূর্ণ বিষয়াবলিকে সংকলন করে সে সম্পর্কে প্রামাণ্য সূত্র তুলে মহান আল্লাহর বাণীকে বাংলা ভাষাভাষি পাঠকের করকমলে তুলে ধরেছেন আল ‘কোরআন কী ও কেন?’ শিরোনামে।