বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ থেকে প্রকাশিত সাতটি আইনে প্রি-এমশন’ বইটি লেখক এডভোকেট মো: আব্দুল্লাহেল ওয়াফী খান (লবন) -এর আইন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বই। ইতোপূর্বে এই প্রতিষ্ঠান থেকে লেখকের সিভিল আরজি ড্রাফটিং’সিভিল পিটিশন ড্রাফটিং, দেওয়ানী মোকদ্দমার স্তরবিণ্যাস’ এবং দেওয়ানী মোকদ্দমার ধরণ’ -এই চারটি বই প্রকাশিত হয়েছে।
‘সাতটি আইনে প্রি-এমশন’ বইটিতে লেখক বিভিন্ন আইনে প্রি-এমশন বা অগ্রক্রয়ের আইন বিদ্যমান বা প্রচলিত রহিয়াছে, তা সুবিন্যস্তভাবে বইটিতে উপস্থাপন করেছেন। এ গ্রন্থে মুসলিম আইনে প্রি-এমশন, ১৮৯৩ সালের বাটোয়ারা আইনের ৪ ধারা, ১৯৪৯ সালের অকৃষি প্রজাস্বত্ব আইনের ২৪ ধারা, ১৯৫০ সালের জমিদারী উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইনের ৯৬ ধারা, ১৯৮৪ সালের ভূমি সংস্কার অধ্যাদেশ এর ১৩ ধারা, ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনের ৪৪ ধারা এবং ১৮৮৫ সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের ২৬ চ ধারা অগ্রক্রয় আইনগুলো উল্লেখ রয়েছে। উপরোক্ত আইনসমূহ কোনো ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হবে, তার বিশদ বর্ণনা করা হয়েছে।