উদীয়মান কবি অনন্যা রহমানের কবিতার আয়োজন, এখানে একদিকে আছে চপল প্রেমের ঝলমলে শিহরণ, আছে দীর্ঘ বিচ্ছেদের অবশ হিমবাহ, তেমনি পাওয়া যাবে একটু ভালোবাসার জন্য পাঁজর ভাঙা করুণ আকুতি। তীব্র মানবিক অনুভূতির দীপ্তি আছে প্রতিটি কবিতায়। পাঠকের মনে নাড়া দেবে। - শামস মনসুর গনি, স্থপতি, শিক্ষক, কবি ও সঙ্গীতজ্ঞ
কবিদের সবকিছু প্রকাশের এত কিসের দায়? অনন্যা রহমানকে জিজ্ঞেস করলে উত্তর পাওয়ার সম্ভাবনা, কবি হিসেবে বা কবিতার মান বিচারের বাইরে গিয়ে এটুকুই কাম্য, অনন্যা রহমানের কবিতা পড়ে পাঠক ভাবতে পারবেন, এই কাব্যগ্রন্থটির লেখিকা ভীষণরকমভাবেই সাধারণ একজন মানুষ, যিনি সাধারণ মানুষের অনুভূতিগুলো তুলে আনতে জানেন। - শরীফ তমাল, লেখক ও কবি