জন্ম শতবর্ষ পেরিয়ে ও মৃত্যুর আট দশক পরেও সোমেন চন্দ মানুষের হৃদয়ে বেঁচে আছেন এবং তাঁর সাহিত্য ফল্গুধারার ন্যায় প্রবহমান। এখনো তার রচিত সাহিত্যের নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। অথচ এ যুবক বেঁচে ছিলেন মাত্র ২২ বছর। এই ২২ বছরে তিনি রচনা করেছেন ২৯টি ছোট গল্প, একটি উপন্যাস, দুটি একাঙ্কিকা ও তিনটি গদ্য কবিতা।
দ্বিতীয় বিশ^যুদ্ধ, দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা-লুণ্ঠন ইত্যাদির ডামাডোলে তার বেশকিছু লেখা উদ্ধার সম্ভব হয়নি। যে বয়সে কোনো লেখকের লেখার হাতে খড়ি হয়, সেই বয়সেই তিনি লিখে ফেলেছেন এতগুলো লেখা। যার মধ্যে পরিণত এক শিল্পীর সকল গুণাবলির ছাপ রয়েছে। বিশেষকরে তার ছোটগল্পসমূহে তিনি বিস্ময়কর এক প্রতিভার স্বাক্ষর রেখেছেন।