দেয়ালের লেখা
কখনো দিনলিপি, কখনো আত্মকথনের মধ্য দিয়ে রুহুল আমিন শিপারের ভাবনা ডালপালা মেলে। সেসব ভাবনা বিভিন্ন সময়ে সরল রম্য গদ্য হয়ে ফেসবুকের পাতায় ঠাঁই করে নেয়। এমন সব গুচ্ছ লেখার সংকলন নিয়েই তাঁর দ্বিতীয় গ্রন্থ 'দেয়ালের লেখা'। বরাবরের মতো রম্য রসের বয়ানে লেখার মাঝে তিনি যে অন্তর্নিহিত বার্তা দিয়েছেন সেটি পাঠককে ভাবনার জগতে নিয়ে যাবে।