বাড়ির পিছনের দিক থেকে শাহেলার চিৎকার চেঁচামেচি শুনে শিখা বিরক্ত হলো খুব। শাহেলা ওদের বাড়িতে অনেক বছর ধরে কাজ করে, পুরোনো বিশ্বস্ত লোক। সেই সাথে সব জায়গায় তার অধিকার সে ভালোভাবে বুঝিয়ে দেয় সবাইকে।
-তেঁতুল ধরিছে কেবল পাকিবে কদিনের মধ্যি গেল গেল সব পিটায়ে গাছের পাতা পর্যন্ত ঝরিয়ে ফেলিছে। মিষ্টি তেঁতুল খুন্নায় পাবি কনে থাইলিন্ডের তেঁতুল।
-এই শাহেলা চেঁচামেচি করিসনা আমার ভালো লাগে না, আজ শরীরটাও ভালো লাগছে না
-কি হয়েছে বড়বু মাথা ঘুরছে, চোকি অন্দোকার দেখিছেন? আমি কলাম ওগোরে পিটিব, পোলাপাইন মজা করে ভালো কথা তেঁতুলগাছে হাত দিবি কেন, শিখাকে ডেকে তেঁতুলগাছের নিচে নিয়ে গেল। কারণ সে যাদের সন্দেহ করে, তাদের শাস্তি দাবি করতে তার শিখার সমর্থন প্রয়োজন।