মানুষ বিচিত্র ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। এসব ঘটনার প্রতিটি বাঁক ও অনুষঙ্গ মানুষের মনে কমবেশি রেখাপাত করে। রেখাপাতের মুহূর্তগুলো মনের মধ্যে ভাবনার সঞ্চার করে। ভাবতে ভাবতে কতিপয় আলোকিত মানুষ তাঁদের চিন্তাশক্তি, ধীশক্তি, জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে ঘটনাগুলোকে বিশ্লেষণ করেন। এসব বিশ্লেষণী চিন্তার অনুরণনের মধ্য দিয়েই তাঁরা খুঁজে পান দার্শনিক কোনো তত্ত্ব কিংবা প্রকৃতির কোনো স্বর্গীয় বোধ, যা গণমানুষের মনোভাবনা বা বাস্তবতাকে প্রকাশ করে। সেরকম অনুভূতি ও বোধগুলোকেই দুই লাইনের কবিতার ঢঙে প্রকাশ করেছেন কবি। এ বইটি তাই একই সাথে কবিতা, প্রজ্ঞাসুলভ বোধ ও অনুরণনের দার্শনকি প্রকাশ।