Category:সমকালীন উপন্যাস
সমস্ত চাওয়ার সমুদ্রমন্থনকালে যে এক ফোঁটা অমৃত পাওয়া যায়, তা-ই হলো পবিত্র ভালোবাসা। মানুষের জীবনে সাধারনের ছদ্মবেশে অসাধারন ভালোবাসা এসে কখন যে হৃদয়রাজ্য দখল করে জয় কেতন উড়িয়ে দেয়, তা কেউ জানে না। এ হলো সকল অনুভূতির রাজা! তবে ভালোবাসা সবার আশেপাশেই থাকে। শুধু নিজেরটুকু চিনে, নিজের জন্য অর্জন করে নিতে জানতে হয়। তারপর সেই ভালোবাসাকে সততা, বিশ্বাস, ভরসা, আনুগত্য ও ধৈর্য নামক গুনাবলি দিয়ে তৈরি বিশেষ কাচের কৌটোতে বন্দি করে রাখতে হয়। তাহলে আমৃত্যু অক্ষয় থাকে সেই অবিনাশী কাচবন্দি ভালোবাসা।
Report incorrect information