সবুজ ঘাসে ঢাকা বিশাল স্কুল মাঠের পুরোটা একেবারে ফাঁকা। সেই ফাঁকা মাঠের মাঝ বরাবর দৌড়াচ্ছে তুলিরা। একজনের পরনে টকটকে লাল অন্যজনের পরনে হলুদ রঙের ফ্রক। বাতাসে তাদের ফ্রক এবং মাথার চুল উড়ছে। সবার আগে আগে তুলি, তার ঠিক সামান্য পিছনে দৌড়াচ্ছে প্রানপ্রণে। তাদের পিছনে তাদের ধরার জন্য পরিমরি করে ছুটছিল ফরিদ।
সে ভাবছিল, কোনভাবেই ওদের বের হতে দেয়া যাবেনা। তাহলে সে বিপদে পরে যাবে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ তুলি মাঠের মাঝখানে দাঁড়িয়ে যায়। পিছনে দৌড়াতে থাকা টুশি ওকে অতিত্রম করে সামনে গিয়ে দাঁড়ায়। তারপর চোখ মুখ খিঁচিয়ে বলে, আরে কী করছিস! দাঁড়ালি কেন! লোকটা কাছাকাছি চলে আসছে। আমাদের ধরে ফেলবে। চল দ্রুত পালাই।