কবিতা কখনো কখনো অলংকৃত অপরূপ সুসজ্জিত মনোরম সাজে সেজে থাকে, আবার কখনো থাকে নিরাভরণ। উপযুক্ত শব্দ চয়নের মাধ্যমে শ্রেষ্ঠ বাক্য বিন্যাসই কাব্যের অলংকার। সামান্যকে খুব সাধারণ শব্দ দিয়ে অসামান্য করে তুলে ছন্দময়তার দিকে একাত্ম হয়ে অনায়াসে জীবনের অমোঘ চড়াই থেকে অনন্তের উৎরাই অবধি পাঠককে হাতে ধরে নিয়ে যেতে পারেন একজন কবি। হালকাভাবে কবি গভীর কথাটি বলে দিতে পারেন অনায়াসে। যেমন, কিছু মানুষের হয় না কোনো বিকল্প, বিকল্পে সত্যি কোনো সুখ থাকে না, আবার কখনো কবির মনে হয় বিজ্ঞাপন নিষিদ্ধ জেনেও বুকের বিলবোর্ডে লিখি তার নাম আবার কখনো কবির মনে হয় আমি বেঁচে থাকি দু-এক মুঠো স্বপ্ন নিয়ে... এমনই সব উপমা দিয়ে লেখা হয়েছে ‘ প্রেম দিলে না প্রাণে’ কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা।
কবিতাগুলোর মৃদু কিন্তু কঠিন উচ্চারণ সবাইকে ছুঁয়ে যাবে, আচ্চন্ন করে রাখবে কিছু সময় এমন আশা রাখছি