কথাশিল্পী দীলতাজ রহমানের গল্পের বিষয় ও আঙ্গিকে ধরা পড়ে আমাদের চতুর্পাশে ঘটতে থাকা দৃশ্যাবলীর বিশ্বস্ত ও সরল অনুবাদ। তাঁর গল্পে মানবপ্রকৃতির রহস্যময় রূপ ও মানুষের মনোজাগতিক পীড়নের উপসর্গগুলো সরল ও অকপটভাবে উঠে আসে। সেইসাথে এই জনপদের নারীদেরকে বাস্তবতার মুখোমুখি হতে হয়, সেই চিরচেনা বাস্তবতার সাথে পাঠক আরেকবার পরিচিতি হওয়ার সুযোগ পান তাঁর গল্পগুলোর মধ্য দিয়ে। ‘ঘোগ’ গল্পের টুনটুন চরিত্রের সাহস ও সংগ্রামের সাথে ‘দাগের দামে’ গল্পের জেসমিন নামক চরিত্রটির সংগ্রামে আপাত মিল না থাকলেও তাদের মধ্যে পাওয়া যায় নারীদের এক চিরন্তর যুদ্ধের সূত্র। এমনকি ‘মানবতা ও পাখবতার রজ্জু’ নাকক গল্পে দেখা মেলে আবীর নামক এমন এক তরুণের, সামান্য কোয়েল পাখির প্রতি যে অনুভব করে মায়া ও ভালোবাসা। একই সাথে পাখির প্রতি মানুষের ভালোবাসাও যে চিরকালীন কিছু নয়, তাতেও যে ছেদ পড়ে, তাও চিত্রিত হয় গল্পে। মূলত বইয়ের গল্পগুলোতে মানুষের প্রাত্যহিত জীবনে চিত্রিত হতে থাকা ঘটনাবলীর নান্দনিক উপস্থাপনা পাঠককে এই সমাজে নিরস্তর ঘটতে থাকা বিবিধ বাস্তবতার স্বরূপ আবিষ্কার করতে সাহায্য করবে সন্দেহ নেই।