চলছে ‘উত্থান’ এর আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা ‘গেমার’। নিজেদের শক্তি আর বুদ্ধিমত্তার পরিচয় দিতে দেশের তিন বিভাগ থেকে এসেছে অদম্য সব প্রতিযোগীরা। তবে দুর্দান্ত সব গেমারদের আকর্ষণ কেড়ে নিয়েছে দেশের সবচাইতে নগণ্য বিভাগ ‘নিথর নগর’-এর এক প্রতিযোগী, র্যাড চ্যাম। সে তার বাবার সাথে বাজি ধরেই গেমারে এসেছে, কিন্তু আসলেই কি তাই? কেন সে গেমার হতে এসেছে? কি তার উদ্দেশ্য...