মুহম্মদ নূরুল হুদার কবিতায় ব্যক্তির বাগান আর জনতার জয়গান মিলেমেশে একাকার। তাঁর অতল-অতুল ভাবনা ও বর্ণের বিত্তে বাংলা কবিতা ঋদ্ধি পেয়েছে। যেমন বাচিকশিল্পীদের কণ্ঠে তাঁর কবিতার আনন্দিত অভিষেক ঘটেছে তেমনি পাঠকসাধারণের কাছেও তারা বরিত হয়েছে সীমাহারা প্রিয়তায়। মুহম্মদ নূরুল হুদার কবিতায় পুরাণের পুনর্জন্ম ঘটে চলে, প্রেমবিরহের দীপ্তিমান রক্তরাগ তাঁর কবিতায় চির-উদয়াচল সন্ধান করে, গণসত্তার জাতিসত্তায় রূপ-রূপান্তরের কাব্যিক সাক্ষ্য হয়ে থাকে মুহম্মদ নূরুল হুদার বিচিত্র-বর্ণিল-ব্যতিক্রমী কবিতারা।
শরতের সন্তান তিনি, সর্ব-ঋতুর মঙ্গল-মঞ্জরিতে স্নাত কবি।
৩০ সেপ্টেম্বর ২০২২ কবি মুহম্মদ নূরুল হুদা জীবনের তৃতীয় রজতজয়ন্তীর কূলে এসে পৌঁছুলেন। কবির তিয়াত্তরতম জয়ন্তীর শুভসময়ে প্রকাশনা-প্রতিষ্ঠান ‘নবান্ন’-এর নিবেদন কবি মুহম্মদ নূরল হুদার স্মরণীয় শতাধিক কবিতা বা কবিতাংশের এই দীপ্র-দামাল সংকলন ভালোবাসা কখনও হারে না।