৪ ডিসেম্বর ১৯৫৯, ফরিদপুর জেলার গোয়ালচামট, সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মাহ্বুবা হক জন্মগ্রহণ করেন। বাবা মরহুম আলাউদ্দিন আহমেদ। মা জেরা আহমেদ। মা-বাবার ৬ষ্ঠ সন্তান তিনি। লেখাপড়া করেছেন ফরিদপুর জেলায় সারদা সুন্দরী মহিলা কলেজে। স্বামী নূরুল হক অগ্রণী ব্যাংকের বসরপ্রাপ্ত ডি জি এম।
পরে তিনি ডাচ বাংলা ব্যাংকে এস ভি পি এবং আজিজ পাইপস লিঃ এর স্বতন্ত্র পরিচালক। একমাত্র পুত্র মোঃ ইমরুল সাদাত (আবির) এস আই বি এল ব্যাংকের এফ এ ভি পি এবং একমাত্র কন্যা সুমাইয়া তাহিরা (ফোয়ারা) আমেরিকায়, ব্যাংকে কর্মরত।
প্রকাশিত গ্রন্থ:
ঘাসফুল (কাব্যগ্রন্থ, ২০২২),
অনুরণন (কাব্যগ্রন্থ, ২০২৩)