মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। শোষণ বঞ্চনা ও অপশাসনের বিরুদ্ধে বাঙালির আন্দোলন-সংগ্রাম এবং আত্মত্যাগের ধারাবাহিকতায় পরাধীনতার শেকল ভাঙার অনিন্দ্য দুর্নিবার প্রত্যয়ে দীর্ঘ নয় মাস অকুতোভয় যুদ্ধের মাধ্যমে বহু ত্যাগ-তিতিক্ষা, রক্ত ও প্রাণের বিনিময়ে অর্জিত বাঙালি জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি স্বাধীনতা। এ মহতী অর্জনে কামার, কুমোর, জেলে, চাষি, তাঁতি, মজুর, ছাত্র-শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, নারী-পুরুষ-বৃদ্ধ-কিশোর ও ধর্মগুরু সকলের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান সর্বজন বিদিত। সকল মুক্তিকামী দেশপ্রেমিক জনতার সহযোগে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সংসার-বিরাগী ধর্মগুরুরাও জীবনবাজি রেখে একাত্তরের রণাঙ্গনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন এবং দেশের জন্য আত্মদান করেছিলেন।
যুদ্ধময়দানে নেতৃত্বদানকারী বৌদ্ধ ভিক্ষুদের আত্মোৎসর্গের সত্য ঘটনার আলোকে রচিত হয়েছে ‘গৈরিক বীর’। যার পরতে পরতে একাত্তরের রণাঙ্গনের ভয়াল চিত্র অঙ্কিত হয়েছে।