আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
তেইশের তমোহর গ্রন্থটিকে আমি অনুগল্প গ্রন্থ ভাবছি। পাঠকের পড়তে পড়তে সেরকম অনুভূতি হবে। আর একটার পর একটা পড়ে যেতে ক্লান্তি ভর করবে না। তবে থামতে হবে ভাবনার জগতে যেতে হবে এটা নিশ্চিত। আমার সব জরানার লেখাকে যারা ভালোবেসেছেন তাদের কাছে এই তেইশের তমোহর আপন হয়ে উঠবে অল্প সময়ে । বাচিকশিল্পীরা এই অনুগল্প গুলোতে কন্ঠেরআবেগ অনুভূতির কারুকার্য দিয়ে পাঠ বা আবৃত্তি করতে পারবেন। লেখালেখির জগতে পথ চলি। সংখ্যাপ্রীতি থাকে গ্রন্থের শিরোনামে। ২০২৩ এর অমর একুশে গ্রন্থমেলায় মেলায় আমার নতুন সৃজন। তেইশের তমোহর। পাঠক নন্দিত হলে আশাবাদী হব। নিন্দিত হলে সংশোধিত হব।