অ-কবিও মাঝে মাঝে কবিতা লেখে, যেমন-এই বইয়ের কবিতাগুলো, কাব্যিক গুণ থাকুক বা না থাকুক, প্রয়োজনের তাগিদে লেখা। এরশাদ সাহেবের সময়কালে এবং বিএনপি'র শাসনকালে হরতালের চোটে মানুষ গৃহবন্দি হয়ে পড়েছিল, আর তখনই বাজারে খবর রটে গিয়েছিল যে, 'জনসংখ্যা বেড়ে যাচ্ছে'।
করোনার কালে জনসংখ্যা বরং কমেছে, তবে গৃহবন্দি কবির সংখ্যা বেড়েছে নিশ্চয়ই।
আমিও করোনা কালের কবি, ফেসবুকের কবি। এই কবিতাগুলো করোনাকালে ফেসবুকে লিখিত-যদি আদৌ কবিতা বলে বিবেচিত হয়। ফেসবুকে কবিতা পড়ে অনেকে কমেন্ট করে থাকে। তাদের কেউ কেউ কবিতাগুলো বই আকারে ছাপাতে প্রেরণা যোগায়।
এই বই তারই ফলশ্রুতি গৃহীত হলে কৃতজ্ঞ হই।