১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
‘কোরআন থেকে কুড়ানো মানিক’ পবিত্র কোরআনে কারীমে মানবজাতীর প্রতি বর্ণিত আল্লাহ তাআলার বিভিন্ন উপদেশ, নির্দেশনা, বিধান ও দৃষ্টান্তমূলক বাণী উপলক্ষ্য করে নির্মিত একটি জীবনঘনিষ্ঠ সংকলন। পবিত্র কোরআনে বর্ণিত রব্বে কাবার প্রতিটা কথা, আয়াত, শব্দ, বাক্য এমনকি প্রতিটা বর্ণ কুড়ানো মানিকের চেয়েও বেশি কিছু। সেখানে মহাগ্রন্থ আল কোরআন থেকে বাছাইকৃত কিছু আয়াতকে কুড়ানো মানিক বলার পেছনে নিঃসন্দেহে কোনো উদ্দেশ্য থাকে। আলোচিত বইয়ে মূলত লেখকের সেরকমই উদ্দেশ্য। এই বইয়ে মূলত লেখক তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার আলোকে জীবনঘনিষ্ঠ ও একান্ত উপলব্দিমূলক আয়াতগুলোকে সন্নিবেশিত করেছেন। পুরো কোরআনে আল্লাহ তাআলা শরঈ বিধান বর্ণনার পাশাপাশি মানুষের জন্য উপদেশ, উদাহরণ, দায়িত্ব-কর্তব্য ও প্রাপ্তি সম্পর্কে অসংখ্য বাণী নাজিল করেছেন। এরমধ্যে কিছু কিছু আয়াত রয়েছে জীবনে বারবার স্মরণ করা আমাদের একান্ত কর্তব্য। এমন বিষয়গুলোই লেখক এখানে তুলে এনেছেন। যেমন আমরা কারো উপকারের কথা কেউ ভুলে গেলে তাকে বলি, ‘বিপদ শেষে আমাকে ভুলে গেলে’ বা ‘প্রয়োজন শেষ আমিও শেষ’ অথবা কোনো কোনো ক্ষেত্রে বলি, ‘সুখ পেয়ে আল্লাহর নামও ভুলে গেলি’! অর্থাৎ কৃতজ্ঞতাবোধের অনুপস্থিতি আমাদের জীবনে ব্যাপকভাবে সংযুক্ত। স্বাভাবিকভাবে অকৃতজ্ঞতা আমাদের স্বভাব। আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করে বলেন, ‘মানুষ যখন অভাবে/বিপদে পড়ে তখন আমাকে ডাকে, তারপর আবার ভুলে যায়।’ আমরা প্রায় সময় অহেতুক কথা বলে সময় নষ্ট করি। জ্ঞাতে-অজ্ঞাতে কথার দ্বারা মানুষকে কষ্ট দেই। মানুষ বলে, শরীরের আঘাতের দাগ মুছে গেলেও কথার আঘাতের দাগ যায় না। আল্লাহ তাআলা বলেন, ‘হে নবী আপনি মানুষকে বলে দিন তারা যেন কথা বলার সময় উত্তম কথা বলে। কেননা, শয়তান খারাপ কথার দ্বারা পরস্পরের মাঝে বিভেদ সৃষ্টির উসকানি দেয়।’ বাস্তবে হিসাব মিলালে দেখা যায় আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এমন কত কথা আছে যা আমাদের মাঝে বিভেদের দেয়াল তৈরি করেছে তার কোনো সীমা-পরিসীমা নেই। এরকম জীবনঘনিষ্ঠ উদাহরণগুলো নিয়েই মূলত এই বই। বইটির প্রকাশনায় যুক্ত হয়ে আমারও উপলব্ধি হয়েছে যে, এই বিষয়গুলো আমাদের জীবনে ব্যাপক চর্চার দাবি রাখে। এগুলো আমাদের বারবার স্মরণ করা উচিত। পাঠকমাত্রই এই বই থেকে উপকৃত হবেন নিঃসন্দেহে। জীবনে চলার পথে কোরআনের উপদেশ ও নির্দেশনা এবং বিষয়ভিত্তিক বিভিন্ন বর্ণনা মানুষকে পথ দেখাবে। এই পরিশ্রমের কল্যাণে আল্লাহ লেখককে উত্তম বিনিময় দান করুন। সেই সাথে পাঠকসহ সংশ্লিষ্ট সকলকে উত্তম বিনিময় প্রদান করুন। আমি গোনাহগারকেও আল্লাহ কবুল করুন। আমিন। - প্রকাশক