২০২২ সালের নভেম্বরে অনুবাদ প্রকাশের যাত্রা শুরু হয়। এরই মধ্যে বেশকিছু বেস্টসেলার বইয়ের অনুবাদ নিয়ে হাজির হয়েছে অনুবাদ প্রকাশ। অনুবাদে ব্যতিক্রম শিরোনামের যাত্রায় চমক রেখেছে সাবলীল অনুবাদে। সে যাত্রা এবং বইমেলার ঠিক আগ মুহুর্তের যাত্রার সফরসঙ্গী তরজমা। দৈনন্দিন জীবনের তরজমা নামে পত্রিকাটি আসলে গতানুগতিক কোনো পত্রিকা নই। এটি একটি আড্ডার পত্রিকা। সমসাময়িক পাঠকপ্রিয় লেখক, অনুবাদক, প্রকাশক, সম্পাদক, পাঠক, অভিনেতা এবং পরিচালকের আড্ডার তরজমা করতে গিয়ে 'তরজমা'র আত্মপ্রকাশ। বইমেলার আগমুহূর্তর হালচাল লিপিবদ্ধ হয়েছে এ পত্রিকায়। এর বাইরে কিছুই নেই। মূলত একটা গোলটেবিল আলোচনায় সবার সময়ের তরজমা করেছে - তরজমা