জীবন যে পথে হেঁটে যায় সে পথেই লিখে চলে তার সুখ দুঃখ, মান অভিমান, বিষাদ কথা ও বাঁচার অন্যান্য ইতিহাস। তরুণ কবি ফুয়াাদ স্বনম মূলত মানুষের এইসব অনুভূতি এবং বাঁচার জীবন থেকেই সযতেœ কুড়োতে চেয়েছেন তাঁর অনুকবিতার উপাদান, যা “বেদনার শিরোনাম” এই গ্রন্থটিকে সমৃদ্ধ করেছে। এই গ্রন্থের পৃষ্ঠায় পৃষ্ঠায় রয়েছে প্রেম। যে প্রেম সুখ দুঃখ, মান অভিমান ও বিষাদের সাথে কখনও মিতালি করেছে আবার কখনওবা বিদ্রোহ করে এগিয়ে গেছে একা একা বহুদূরে। ফুয়াদ লিখছেন, “পোকাটির পাখা পুড়েছিল আগুনের কাছে এসে/ অবুঝ পোকা দোষ করেছিল আলোকে ভালোবেসে।” “তুমি ছেড়ে গেছো এ নিয়ে আক্ষেপ নেই কোনও/ জানি হৃদয়ে আজও আমারই প্রতিধ্বনি শোনো।” “ঠোঁট বলেছে ফিরে যেতে, চোখে ছিল জল ও কাজল কালির স্লোগান/ আসলে তো ফিরিয়ে দেয়া নয়, সবটুকু ছিল আঁকড়ে ধরার অভিমান।” যা বুকের ভিতরে ভালোবাসা বোধ নিয়ে ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ে। “বেদনার শিরোনাম” অনুকবিতা সংকলন সংখ্যা হিসেবে কবির দ্বিতীয় গ্রন্থ হলেও এই গ্রন্থ বেশ আশা জাগানিয়া। তাই তাঁর কাছে এই প্রত্যাশা রইলো, আগামী দিনে এই গ্রন্থের সংখ্যা আরও বাড়–ক। কবির আগামীর যাত্রাপথ আরও আলোকোজ্জ্বল হোক আরও বিস্তৃত হোক এই আশা ও শুভকামনা রাখি।
-রুদ্র গোস্বামী। ১৪/০১/২০২৩