আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
যার মন সত্যসন্ধানী সে পায় সঠিক পথের দিশা। বস্তুবাদ নিয়ে আধ্যাত্মবাদের ধারে কাছেও পৌঁছানো যায় না। জনাব রেজাউল কবীরের গীত পদের মধ্যে সেই আধ্যাত্মবাদের ছোঁয়াই লক্ষ্য করা যায়। তাই তো তিনি বলেছেনÑ ‘সত্য সুন্দর না চিনিয়াই/পেতে চাও খোদার দর্শন/সত্য পথে আছেন খোদা/ওরে আমার পাগল মন।’
বিষয়মোহের আকর্ষণকে ছিন্ন করে অতীন্দ্রিয় পরমতত্তে¡র যে ধারণা তিনি তার কাব্যে বর্ণনা করেছেন, তা বুঝতে হলে লাগবে সত্যসন্ধানী মন। সংগীত মহা জাগতিক ভাষা। গীতবাদ্যনৃত্যের মিলনই কবিদের এই গীত কাব্যকানন।
সুফি সাধনার ধারা সর্বকালীন অখÐ এক মহাজাগতিক আবর্তনের লীলা ক্ষেত্র। বাংলায় লিখিতরূপে প্রাপ্ত প্রাচীন বৌদ্ধ সহায়িকা ‘চর্যাগীতিকা’কে সর্বসম্মতভাবে প্রাচীন আকর বলে প্রতিপন্ন করা হলেও এর আগেও অলিখিত অর্থাৎ গুরুগণের মুখে মুখে রচিত ও গীত পদাবলির যে ব্যাপক চর্চা ছিল, বৌদ্ধদোহা বা চর্যাপদ তারই উপজাত।
তার এই পদ পড়লে মনে পড়ে যায় সেইসব প্রাচীন পদের কথা। আমি তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
মুহাম্মদ নুরুল হুদা
মহাপরিচালক বাংলা একাডেমি