আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
হাসনাইন, কোন সক্রিয় রাজনীতিবিদ তো নয়ই, রাজনীতি নিয়ে সে ভাবতেও চায় না। তবে মজার ব্যাপার হল রাজনীতি ব্যাপারটাই এমন যে এটা একজন ছা পোষা মানুষ চাইলেই উপেক্ষা করতে পারবে না। রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক বা একনায়কতান্ত্রিক যাই হোক না কেন আপনি ছাগলের চার নাম্বার বাচ্চা -এর অংশ হবেনই। শরীর থেকে আপনার এপেন্ডিক্স কেটে ফেলতে পারেন তবে হাজার চেষ্টায়ও এই রাজনীতি থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ- কোনো ভাবেই আপনি মুক্ত নন। আবার বাংলাদেশের মত নতুন গণতান্ত্রিক একনায়ক সমাজ ব্যবস্থায় এটা যে কতটা হিংস্র তা শুধু একজন মধ্যবিত্ত বার্গারই জানে! বার্গার বলার কারণ সে তো উচ্চ ও নিম্নবিত্তের কিমা ছাড়া কিছুই নয়। এই বই এর কিছু লেখা দেশের অতীত বা বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে লেখা। হাতির পালের কাছে পিপীলিকার প্রতিবাদী আর্তনাদ। তবে আসা করা যায় এই লেখা হাতি পর্যায়ে পৌঁছুবে না। কবি চায়ও না !!! অযথা কে থার্ড ডিগ্রী হজম করবে। তবে স্যান্ডউইচ মধ্যবিত্ত বইটি পড়ে যদি কিছুটা অনুপ্রাণিত হয় এতেই কবির সার্থকতা। হয়তো আগামীতে একটা সুন্দর নেতৃত্ব এ বাংলা পাবে। যেখানে ছা পোষা স্যান্ডউইচ গুলোতে কিমার সাথে লংকাও থাকবে, যার ইচ্ছে সে আর কামড়াতে পারবে না! বইটি কেনার আগে অবশ্যই দু একটি লেখা পড়ে তারপর কিনুন।
কেউ পড়ে মন্তব্য করলে ভালো লাগবে।