ঋভু ও শুভম
সম্পূর্ণ দুই ধরণের দুটো ছেলে মেয়েকে তাদের মায়েরা এক জায়গায় এনে ফেলে দিল।
কারণ?
মা রুহী ও লিলি ছোটবেলার বান্ধবী আর ছেলেবেলায় তারা একে অন্যকে কথা দিয়েছিল বড়ো হয়ে নিজেদের ছেলেমেয়েদের বিয়ে দেবে।
একথা জানতে পেরে ঋভু আর শুভম দুজনেই বেঁকে বসল। মায়েদের মান্ধাতার আমলের প্রতিশ্রুতিকে আমল না দিয়ে নিজেরা হাত মেলালো।
কিছুতেই এমন কান্ড ঘটতে দেয়া যাবে না!
নানান হাস্যকর পরিস্থিতির মধ্য দিয়ে ঘটনা এগিয়ে যেতে থাকে। ঋভু ও শুভম একসময়ে দুজনের ভালো বন্ধু হয়ে উঠল। কিন্তু পরস্পরকে খোঁচানোর অভ্যাসটা ছাড়তে পারল না। দুজনেই জীবনে বড়ো ধরণের ধাক্কা খেয়েছে, সেটাও তাদের বন্ধুত্বকে আরো গাঢ় করতে সাহায্য করল।
কিছু বুঝবার আগেই হুট করে একদিন দুজনের সম্পর্কের সমীকরণটা বদলে গেল। কিন্তু পারস্পারিক ভুল বোঝাবুঝির কারণে দুজনে ছিটকে সরে গেল দুই দেশে।
দুজনে কঠিন প্রতিজ্ঞা করল ভুলে যাবে অপরজনকে, কিছুতেই মনে রাখবে না তাদের এক ঝলকের ঘনিষ্ঠতাকে।
কিন্তু ভুলতে চাইলেই কি ভোলা যায়?
মনের এক গোপন করে দুজনে লালন করতে থাকে দুজনকে। প্রবল অনিচ্ছাসত্ত্বেও।
দেড় বছর পরে কানাডার মাটিতে ভাগ্য ওদের আবারো অপ্রত্যাশিতভাবে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে দিল।
কী করবে এখন ঋভু আর শুভম?
কী হবে ওদের পরিণতি?