আশির দশকের মধ্যভাগে একঝাঁক তরুণ ছড়াকারের পদচারণায় আমাদের শিশুসাহিত্য মুখরিত হয়ে উঠে। তাদের ছড়ার বিষবস্তুর বৈচিত্র্য, ছন্দ নিয়ে নিরীক্ষা ছড়া সাহিত্যে নবপ্রাণের সঞ্চার করেছিল। সেই তারুণ্যের অন্যতম সহযাত্রী মাসুদুল হাসান রনি।
ছাত্র রাজনীতির ব্যস্ততায় নব্বই দশকের মধ্যভাগে লেখালেখির জগত হতে মাসুদুল হাসান রনি একবারেই হাওয়া হয়ে গিয়েছিলেন। আশার কথা, তিনি আবারও ২০১২ সাল থেকে লেখালেখিতে নিয়মিত হয়েছেন। অনাবাসী জীবনের ব্যস্ততা তাকে লেখার জগত হতে দূরে সরিয়ে রাখতে পারেনি।
সাম্প্রতিক সময়ের ছড়া নিয়ে তিনি সাজিয়েছেন তার পঞ্চম ছড়াগ্রন্থ ‘বারোয়ারি ছড়া’। আশা করি, সব বয়সের
পাঠকদের বইটি ভালো লাগবে।
-প্রকাশক