মুসলিম জনগণ ডিজিটাল ফিন্যান্স এবং শারিয়াহ নীতি অনুসরণ করে ব্যাংকিং পরিষেবাগুলি ব্যবহার করতে আগ্রহী ও প্রচেষ্টা করেন। ফলে বিশ্বব্যাপী ইসলামিক ফিনটেক মার্কেট এখন দ্রুত বর্ধনশীল। ফলে ইসলামিক ফিনটেক সেক্টরে 450 ইসলামিক ফিনটেক কোম্পানি ওআইসি এবং নন-ওআইসি দেশগুলোতে ছড়িয়ে রয়েছে।বাস্তবতা ও শারিয়াহ পরিপালনের মানদণ্ডেই বাড়ছে ইসলামিক ফিনটেক মার্কেট। ফাইন্যান্সের জগতে প্রতিনিয়ত নিত্যনতুন প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে। যেমন, ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেইন, ডাটা সায়েন্স ইত্যাদি। সুতরাং একজন সচেতন মুসলিম বা ফাইন্যান্সিয়াল সেক্টরের অংশীদার হিসেবে যুগের চাহিদাকে সামনে রেখে “ফিনটেক ও ইসলামিক ফিনটেক” এর জ্ঞান অর্জন অতীব জরুরী।বাংলা ভাষায় এ বিষয়ে সর্বপ্রথম লিখেছেন জনপ্রিয় “ফিনটেক” বইয়ের লেখক “জাহিদুজ্জামান”। ইসলামিক ফিনটেক বিষয়েও তিনিই কলম ধরেছেন। তার তৃতীয় বই ” ইসলামিক ফিনটেক” এখন আপনাদের সামনে।