১
বয়স আমার যেমনি হোক যায়নি মুছে মনের আশ
তন্বী দেহ আমায় ডাকে খুলতে তারি দেহের বাস
আমার দুঃখ কারে বোঝাই দুঃখে থাকি অহর্নিশ;
পেলে তাকে রইব আমি হয়ে ধনির মত্তদাস ॥
২
দিবস নিশি যতই থাক হওনি তুমি বিস্মরণ
কোথায় তুমি হারিয়ে গেলে হয়তো কোনো হরিৎবন
আজো আমায় দগ্ধ করো, পুড়ে পুড়ে ভষ্ম হই;
বেঁচে আছি তুমিও আছো এই মরমে সারাক্ষণ ॥
৩
পান পিয়াসা মেলে দিলে নীরব হলে সাকি যেই
আমার নেশা তুঙ্গে তখন ছাড়িয়ে গেলাম সকলকেই
তুমি তখন নেশার ঘোরে আপন মনে থাকলে বুদ;
এখন তুমি বক্ষে কাহার এই আসরে তুমি নেই ॥
৪
মাফিল ছেড়ে এলাম চলে গোপন কক্ষে একাকী
ভেবেছিলাম তোমার সঙ্গে হবে আমার দেখা কি?
কিন্তু তুমি এলে ছুটে চুপিসারে আপশোসে;
তোমার সঙ্গে ঘটবে মিলন ভাগ্যে ছিল লেখা কি?
৫
যদ্যাপি প্রাণ আছে তোমার বাসবে তুমি ভালো যে
আমি তোমায় দেখতে চাহি আছে চোখের আলো যে
তোমার দেখা পাই না বলে হৃদয়ে ছবি এঁকে যাই;
তাতেই আমি ঘুচিয়ে নেব থাকুক বিষাদ কালো যে ॥