আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
পরদিন সকালে চৌকস একটু আগে থাকতে তার বন্ধুদের ঘুম থেকে ডেকে তুলল । সবাই ঘুম থেকে উঠে পথে নামার তোড়জোড় শুরু করে দিল । নাট আর বলটু তাদের চামড়ার কোর্তা গায়ে আঁটল। শিকারি টোটারাম তার সাধের চামড়ার উঁচু বুটজোড়া পায়ে দিল। এই বুট হাঁটুরও ওপরে উঠে গেছে, ওপরটা বকলস দিয়ে আঁটা — সফরের পক্ষে দিব্যি ৷ ব্যস্তবাগীশ তার পোশাক পরে নিল । এই পোশাকটার নাম 'বিজুলি' । এর সম্পর্কে খুঁটিয়ে বলতে হয়। ব্যস্তবাগীশ সদাই ব্যস্ত, মিছিমিছি সময় নষ্ট করার পাত্র। সে নয়। তাই সে ভেবেচিন্তে নিজের জন্য এক বিশেষ ধরনের পোশাক বার করেছে।