ফরিদুল হাসান (Foridul Hasan) ৭ আগস্ট ১৯৯৮ সালে রাজশাহী বিভাগের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন ছাত্র এবং এর পাশাপাশি তিনি একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি সিটি বিশ্ববিদ্যালয়ের বিএ অনার্স(ইংরেজি) বিভাগে অধ্যয়নরত আছেন।
২০০৯ সাল থেকেই তার লেখালেখির হাতেখড়ি। তার লেখা ইংরেজি কবিতাগুলো Literary Horizon নামাক আন্তর্জাতিক জার্নালসহ নেপাল, নাইজেরিয়া, ব্রাসেলস, ফ্রান্স, বলিভিয়া, উরুগুয়ের পত্রিকাতে প্রকাশিত হয়েছে। তার লেখা বহু যৌথ কাব্যগ্রন্থের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল World Anthology-50 Poets Together for Letters যা আর্জেন্টিনার বইমেলায় প্রকাশিত হয়েছে।