"তালকানা" মূলত: একটি তাল নির্ভর কাব্যগ্রন্থ। অনেক পণ্ডিত ব্যক্তি স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত নিয়ে আমাকে নানারকম পাঠ দেয়ার চেষ্টা করেছেন। আমি বাধ্য ছাত্রের মতো শুনে গেছি এবং বিনয়ের সাথে সগর্বে নিজের পথে চলেছি। আমি দর্শনকে কবিতায় চাই। দর্শনকে ঠিক রাখতে যেয়ে কখনো কখনো দেখি মাত্রার যাঁতাকলে তাল ঠিক থাকে না। এমন সৃষ্টির দরকার আমার নেই। দর্শন হ্যাঁ, তাল হ্যাঁ, মাত্রা ঠিক থাকলে ভালো, তবে ঐ দুটো ঠিক রাখার জন্য মাত্রা ঠিক না থাকলেও চলবে, এটাই ফারহাত আহমেদ।