বাংলা ছোটোগল্পের যেটি যুগসন্ধিকে সমালোচকরা চিহ্নিত করেছেন তার প্রায়
সবগুলোর মধ্য দিয়েই আমাদের দৃষ্টি প্রসারিত হয়েছে, মননশক্তি গতি পেয়েছে। ফলে অবিস্মরণীয় ও কালজয়ী সৃষ্টি হিসেবে স্বীকৃত বহু ছোটোগল্প পড়ার সুযোগ আমরা পেয়েছি। শুধু বিষয়বস্তুর সীমাবদ্ধতার জন্য আমরা বিশেষ কিছু গল্পকে এই সঙ্কলনে অন্তর্ভুক্ত করতে পেরেছি। অনেক বিখ্যাত ও সার্থক গল্পকারের 'মা' বিষয়ে গল্প না থাকায় অথবা না পাওয়ায় এই সঙ্কলনে তাঁদের কোনো গল্প অন্তর্ভুক্ত করতে পারিনি। এক্ষেত্রে মানতেই হয়, আমার সীমাবদ্ধতাও ছিল সব গল্পকারের সব গল্প সংগ্রহ আর পড়ার ক্ষেত্রে। যদিও সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করেছি অপূর্ণতা দূর করতে, তবে দোষটা নতমস্তকে মেনে নেয়াই উত্তম। তবে যেহেতু কোনো সংকলন কোনো এক কালে সম্পূর্ণ হতে পারে না, সেহেতু ভবিষ্যতের জন্য বরং রেখে দিলাম বাকিটা।