1 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 300TK. 259 You Save TK. 41 (14%)
Related Products
Product Specification & Summary
ব্যক্তি জীবনে কবি ক্যামেলিয়া আহমেদ পরিশীলিত জীবনযাপনে অভ্যস্ত। সাহিত্য বিচারে তিনি বহুমাত্রিক প্রতিভাবান লেখক। চিন্তাশীল সমাজ সচেতনতায় তিনি নিজস্ব আলোতে আলোকিত। চলনে বলনে যেমন তাঁর নিজস্বতা রয়েছে তদ্রুপ কাব্য রচনায়ও রয়েছে নিজস্ব রীতিনীতি। কবি জীবনানন্দ দাশ যেমন কবিতায় রঙের প্রাধান্য দিয়েছেন তদ্রুপ কবি ক্যামেলিয়া আহমেদও রঙের ব্যবহারে বুঝাতে চান জীবনের বিচিত্র অভিজ্ঞতা। কবির প্রকাশিত কবিতার গ্রন্থগুলোতে নীল রঙের সমাহারে তিনি জীবনবোধকে ফোটাতে চেয়েছেন। নীলের মধ্যে তার কাব্যিক রহস্যময়তা লুকায়িত। লেখায় বহুমাত্রিকতা থাকার পরেও কবি ক্যামেলিয়া আহমেদ কবিতা রচনার ক্ষেত্রে দূর্বলতা বেশি। কবি মাত্রই সুদূর প্রসারী ভাবনা নিয়ে অবক্ষয়ে নিপতিত সমাজকে বিবেকের তাড়নায় শান্তি ও সুশৃঙ্খলার পথে ফিরিয়ে আনতে চান। সমসাময়িক ভাবনায় সাজাতে থাকেন একের পর এক শব্দ, চরণের পর চরণ, অতঃপর পঙক্তিমালার এক সার্থক সম্ভার। এ বিচারে কবি ক্যামেলিয়া আহমেদ নিপুণ শব্দের কারিগর। তিনি আটপৌরে শহরের শব্দমালাকে প্রীতিময় করে তুলেন। সার্থক কবিতা রচনার জন্য অনুসঙ্গ আহরণ কবির নেশা ও পেশা। কোন বাধাই প্রকৃত এই কবিকে কাব্যচর্চা হতে দমিয়ে রাখতে পারেনি। বাঁধভাঙ্গা জলরাশির মত সকল বাধাকে উপেক্ষা করে কবি এগোতে থাকেন। এ সব বিশ্লেষণে কবি ক্যামেলিয়া আহমেদ কাব্য চর্চায় সফলতার সাথে সকল বাধাকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছেন নিরবে নিভৃতে। তিনি শুধু কবিই নন, কবিতা লেখার পৃষ্ঠপোষক হিসেবেও অন্যধারা সাহিত্য সংসদ এর চেয়ারম্যান। মনের মেঘাচ্ছন্ন আবেগে ভাসমান বিষয়কে চিত্রিত করেন ভাবনার ফ্রেমে। জ্ঞানের বিস্তৃত পরিমণ্ডল হতে ধারণ করেন শব্দ আর বুদ্ধিবৃত্তির মাধুর্যতায় হয়ে ওঠে কবিতা। চরণের পর চরণ, ছত্রের পর ছত্র সাজান প্রগাঢ় রহস্যময়তায়। হৃদয়স্পর্শী বাণী বিন্যাসে সিদ্ধহস্ত কবি ক্যামেলিয়া আহমেদ। অন্যান্য গ্রন্থের ন্যায় এ গ্রন্থেও গ্রন্থিত হয়েছে শুদ্ধতার প্রসিদ্ধ হৃদয়স্পর্শী বিষয়ের বৈচিত্রময়তা। আলোর প্রজ্জ্বলনে কবির হৃদয় শুধু আলোকিত হয়নি, সে আলোর বিচ্ছুরণ ঘটেছে কবিতার ভাব গাম্ভীর্যময়তায়। মানবতাবাদী, ভাববাদী জীবনঘনিষ্ট কবি হিসেবে ক্যামেলিয়া আহমেদ এর গ্রন্থিত কবিতা পাঠকের হৃদয়ে মোহের সৃষ্টি করবে তা স্পষ্ট করেই বলা যায়। ‘মেঘের নীল আঁচল’ কাব্যগ্রন্থে কখনো তিনি মিথ ও লোকজ শব্দকে ধরেছেন নীলাভ জোছনার আদলে আবার কখনো ভোরের স্নিগ্ধতায় বাস্তবতার আলোর দ্যুতিতে হাজির করেছেন কবিতা, সুঠাম সাবলীল সৌষ্ঠবে। জীবনবোধের আনন্দ বেদনা কবির হৃদয় এফোঁড় ওফোঁড় করে দিলেও তিনি নীলিমার নীল চাদর মুড়িয়ে কাব্য ভাষাশৈলীর শিল্পিত উপস্থাপনের দক্ষতার স্বাক্ষর রেখেছেন বরাবরের মতোই। এ গ্রন্থটিও লক্ষ কোটি পাঠকের মনের জমিনে পাঠক প্রিয়তা পাবে, নিরবে নিভৃতে আসন পেতে জেঁকে বসবে কবি ক্যামেলিয়া আহমেদের কাব্যভাবনা, যা নিশ্চিত করেই বলা যায়।
- সৈয়দ রনো
প্রকাশক