মোহাম্মদপুরে এমনিতে তেমন কানাগলি নেই, তবে তন্ময়ের বাসাটা পরেছে কানাগলিতে। তন্ময় যখন বাড়ি ফিরে বেশির ভাগ রাতেই এই কানাগলিটায় ৩/৪টা কুকুর ছাড়া মানুষ হিসেবে থাকে শুধু গলির নাইটগার্ড।
কুকুরগুলো ধীর পায়ে হেঁটে এগিয়ে আসে আর নাইটগার্ড কাশেম বিড়ির আশায়। স্মিত হাসিমুখে বলে উঠে-
'কবি মামা আসছেন?!'
তন্ময় এর মাঝে কোন বিকার নেই, হাত পকেটে ঢুকিয়ে গোল্ডলিফের প্যাকেট থেকে একটা সিগারেট বাড়িয়ে দেয় কাশেমের দিকে।