ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে ট্রেনের কেবিনে আটকা পড়েছে অনিন্দ্যসুন্দর মেয়ে বর্ষা। ট্রেনের ওই কেবিনে আটকে গেছে সময়, তৈরি হয়েছে টাইম লুপ। সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল, খুন হয়ে গেল বর্ষার বাবা পুলিশের এডিশনাল আইজি। রিফাত রানা ছুটল কোয়ান্টাম মেকানিক্সের প্রফেসর রায়হানের কাছে। এই টাইম লুপ থেকে কি মুক্তি মিলবে আর কখনো? বর্ষার বাবাকে কি ফিরে পাওয়া যাবে? বর্ষা কি মনে রাখবে রানাকে?