হাশেম যখন বারন্দায় বসে রাতের স্বপ্নে দেখা কথাগুলো ভাবছিল, ঠিক তখনি বাবুমিয়ার বাড়ির কথা সামনে চলে আসে। কত রক্তই না ঝরেছে এই বাড়ির জন্য। এর সঠিক ইতিহাস আমাকে জানতেই হবে। যে ঘটনা আড়ালে থাকে সেই ঘটনা জানার জন্য গোয়েন্দাগিরির খুব প্রয়োজন। সেই প্রশিক্ষণতো পায়নি হাশেম। কল্পনা জগতে হারিয়ে যায়। দেখে, সামনে এসে দাঁড়ায় সিজান সুজন ও কাশেম। সিজান ও সুজনের কথা ভুলতে পারলেও ভুলতে পারেনি কাশেমের কথা। ওদের তো এর আগে দেখেনি তা হলে কি করে ওদের দেখছে! তা হলে কি গোয়েন্দাগিরি হাশেমের মাথায় ভর করেছে। এমন সময় ময়না পাখির কন্ঠ।
খুন। খুন হয়েছে। খুনের কথা