যোগফল আমি জানি কোন কোজাগরিতে তুমি আর খুঁজোনা , অন্তহীন অমাবস্যায় ঢেকেছে পথ । যে পথে তুমি হাঁটছো , অনেকেই সে পথে হাঁটে , সংসারের বাইরে এক মায়ার পেছনে ছোটা এক মোহের পেছনে ছোটা কেন অকারণ রক্ত খোঁড়াখুড়ি , হৃদয়ের দাম কড়ি দিয়ে কেনা ব্যাপারীর মতো মনের দর কষাকষি । বলিনা , ভালো বাসতে হবে , জল জোছনায় কোন এক সমুদ্র স্নানে বের হতে হবে আমাদের তো দ্বিমুখী সঙ্গম ছিলোনা , ছিলোনা জাগতিক চাওয়ার আত্মিক সম্পর্ক মনের আবগে ভেসে যাওয়া , মনের জানালায় কোন কোকিলের দখিনার গান গাওয়া একটু ভালো থাকার জন্য ক্ষনিকের ছায়াসঙ্গি করা । আমি তো আর সেই সোহাগী বধূটার কথা বলিনা , ভোররাতে চুপচাপ পুকুরে নেমে পড়তো । আমি পাড়ার দিদি আর বৌদিদিদের কথা বলিনা , যাদের সিদ্ধ প্রেম গোপনে অনেকে দেখতো , আমি তার কথাও বলিনা যে মেয়েটা সম্প্রতি রজঃস্বলা হয়েছে পাড়ার ছেলেরা রোয়াকে জমা হয় , তাকে কারণে অকারণে শিষ দেয় । শুধু জানতে চাই জীবনের যোগফল । জীবনের সেই গূঢ় রহস্য যা মানুষকে হাসায় আর কাঁদায় । দ্রোহের লাল রঙ •