ভাষা হচ্ছে যোগাযোগের মাধ্যম। মানুষ পারস্পারিক যোগাযোগ রক্ষার ন্য একটি ভাষাভাষী জনগোষ্ঠী কণ্ঠ,জিহ্বা, তালু,নাসিকা প্রভৃতি বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে ধ্বনিনির্ভর পদ্ধতি ব্যবহার করে আমরা তাকে ভাষা বলে চিহ্নিত করতে পারি। অর্থাৎ ভাষা মানুষের মনের ভাব প্রকাশ করে, অন্যদিকে সেই ভাষাকে বৈয়াকরণিকগণ নিয়মকানুন এবং রীতি-পদ্ধতির মাধ্যমে বিশ্লেষণ করেন : যা প্রচলিত অর্থে ব্যাকরণ নামে পরিচিত। এ গ্রন্থে বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ নিয়ে আলোচনার পাশাপাশি ব্যবহারিক বাংলা অংশে ব্যাকরণের যেসব বিধি-বিধান মানুষের দৈনন্দিন তথা ব্যবহারিক জীবনে নিত্য প্রয়োজনে ব্যবহৃত হয়, তা নিয়েও আলোচনা করা হয়েছে। গ্রন্থটি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত বাংলা বিষয়ের অনার্স প্রথম বর্ষের পাঠ্যক্রমানুসারে রচিত।