মৃত্যুগুহা
মুরং লেখক থিসং ম্রোর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল তার ঘরে। কিন্তু ময়না তদন্তের রিপোর্টে জানা গেল থিসং ম্রোর মৃত্যু দুইদিন আগেই হয়েছে! এটা কী আত্মহত্যা নাকি খুন? এই বিষয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে ধারণা করা হল থিসং ম্রোকে মূলত ম্ম্রং নামক এক ধরণের কালো জাদুর মাধ্যমে মারা হয়েছে। কিন্তু এই জাদুবিদ্যা জানে শুধুমাত্র অন্ধকার গুহায় বাস করা ম্ম্রং জাতি। তাহলে কি অন্ধকার গুহায় বাস করা আদিম নরখাদক ম্ম্রং জাতির অস্তিত্ব এখনও আছে? বান্দরবানে মুরং উপজাতির ভয়ংকর এই রহস্যের সমাধান খুঁজতে গিয়ে গুহায় আটকা পড়ে পাবন, জয়, অরকিয়া। সব বিপদ কাটিয়ে ওরা কি পারবে অন্ধকার গুহা থেকে বেঁচে ফিরতে?
ওবেনবার্গ রহস্য
ওবেনবার্গ এয়ার এজেন্সির পক্ষ থেকে দক্ষ পাইলটদের নিয়ে আকাশে বিমানের একটা মহড়ার আয়োজন করা হয়। সেই মহড়ায় অদ্ভুতভাবে পাইলট রবার্ট ওয়েব ও তার সহকারী ডুমারং সহ এফ-৫০ বিমানটি নিখোঁজ হয়ে যায়। এর কিছুদিন পর এয়ার এজেন্সিতে খুন হয় ইঞ্জিনিয়ার জো এবং বিজ্ঞানী গ্যালভিন। এতসব দূর্ঘটনার মাঝে যোগ হয় বিশ বছর আগে বিধ্বস্ত হওয়া ই-১০১ বিমান রহস্য। ওবেনবার্গের আকাশে নাকি পাইলটরা এই বিমানকে উড়তে দেখেছে অথচ এটি বিধ্বস্ত হয়েছে প্রায় বিশ বছর আগে। ওবেনবার্গের আকাশে কী তবে বারমুডা ট্রায়াঙ্গেলের মত অজানা কোনো রহস্য লুকিয়ে আছে নাকি সবই দৃষ্টি ভ্রম।
ফরেস্ট হাউজ রহস্য
ডেইন গ্রাম। দিনের বেলায় এই গ্রাম অনেক সুন্দর হলেও রাতের বেলায় এই গ্রাম ভয়ংকর হয়ে উঠে। লোকমুখে শোনা যায় এই গ্রামে রাতের বেলায় প্রেতাত্মারা ঘোরাফেরা করে। মানুষের কাছে এই বিশ্বাসটা আরও দৃঢ় হয় যেদিন অদ্ভুতভাবে গ্রাম থেকে তিনজন লোক উধাও হয়ে যায়। গ্রামের পাশে ঘন জঙ্গলের মাঝে রয়েছে পুরানো একটা ফরেস্ট হাউজ। হারিয়ে যাওয়া তিনজন লোকের সাথে ফরেস্ট হাউজের কোনো সম্পর্ক আছে কিনা সেটা খতিয়ে দেখতে গিয়ে পাবন, জয়, অরকিয়া, শুভরা জড়িয়ে যায় অদ্ভুত এক ভৌতিক রহস্য জালে।
Report incorrect information